Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া থানার নবাগত ওসি’র সাথে গ্রাম পুলিশের মতবিনিময়

লোহাগাড়া থানার নবাগত ওসি’র সাথে গ্রাম পুলিশের মতবিনিময়

80680792_552418005610677_2923022568334032896_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম পুলিশদের উদ্দেশ্যে নবাগত ওসি বলেন, গ্রামীন জনপদে সাধারণ মানুষের নিরাপত্তার অতন্ত্র্রপ্রহরীরা হলেন গ্রাম পুলিশ (চৌকিদার)। গ্রাম এলাকায় যে কোনো তথ্য বা ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের আগেই গ্রাম পুলিশরা অবগত হন। গ্রাম পুলিশ হলো পুলিশ বাহিনীর অন্যতম সহযোগী। তাই গ্রামীণ জনপদে যে কোন অপরাধ সংঘটিত ঘটনা দেখা বা খবর পেলে দ্রত পুলিশকে অবগত করার প্রথম দায়িত্ব হচ্ছে গ্রাম পুলিশের।

80025963_552419008943910_6471885922542551040_o

তিনি আরো বলেন, এলাকায় আইনশৃখলা পরিস্থতি স্বাভাবিক পর্যায়ে রাখতে ও সমাজ পরিবর্তনে উন্নতির লক্ষ্যে গ্রাম পুলিশদের বিভিন্ন ধরণের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে এলাকায় মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ডের বিষয়ে গ্রাম পুলিশকে সব সময় সজাগ থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!