ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | প্রান্তিক লেকে ভেসে উঠেছে বন্যহাতির মরদেহ

প্রান্তিক লেকে ভেসে উঠেছে বন্যহাতির মরদেহ

bandarban-elephant-20190417211340

নিউজ ডেক্স : বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেকে একটি বন্যহাতির মরদেহ ভেসে উঠেছে। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায় ঘুড়তে আসা পর্যটকরা। বুধবার সকালে বান্দরবান সদরের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে কিছু পর্যটক ভ্রমণ করতে গিয়ে হাতির মরদেহটি দেখতে পান।

স্থানীয়রা জানান, মৃত হাতিটি ছোট। হাতির মরদেহ লেকের পানিতে ভাসছে। হাতিটির শরীর বিভিন্ন জায়গায় পচন ধরে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা বিষয়টি জানিয়েছে বন বিভাগকে।

বান্দরবানের পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুলকৃষ্ণ সাহা বলেন, লেকের পানিতে মৃত বন্যহাতির দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়েছি। হাতির মরদেহটি লেক থেকে উদ্ধারের জন্য ওই এলাকায় বন বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!