ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

20617036_841234592717239_5918250190430096746_o

নিউজ ডেক্স : দেশের বড় পাইকারী বাজার চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি রাইস মিল, তিনটি ময়দার মিল, ৯টি চালের গুদাম। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রবিবার ভোর রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

ঘটনার ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস ৩ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ৭ ঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, রাইস মিলস, চালের আড়ত গ্যাসের দোকান, বিভিন্ন তেলর দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

নগরীর আগ্রাবদ, নন্দন কানন, বাকলিয়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ১২টি গাড়ি ৭ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।

চট্টগ্রাম আগ্রাবাদ অপারেটর বিশান্তর বড়ুয়া বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ ক্ষতির আশংকা রয়েছে।

ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে তাদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবেক কাউন্সিলর জামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিলে বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেত ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!