ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন হিরো আলম

হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন হিরো আলম

নিউজ ডেক্স : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোটের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান হিরো আলম।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান তাকে মিষ্টিমুখ করান। হিরো আলমও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাইয়ে দেন। এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে হিরো আলমের অভিযোগ, বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এ অভিযোগ নিয়ে উচ্চ আদালতে যাবেন তিনি।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে ওই আসনের ফলাফলের তালিকা সংগ্রহ করতে গেলে তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা।

এ সময় হিরো আলম সাংবাদিকদের জানান, রোববার (০৫ ফেব্রুয়ারি) অথবা সোমবার (০৬ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করবেন, এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল সুষ্ঠু হয়নি। কারণ এমন কোনো কেন্দ্র নেই যেখান থেকে পাশের খবর পাইনি। কেন্দ্রে আমাদের যেসব এজন্ট ছিলো, এলাকার লোক ছিলো সবাই বলেছে আমি পাস করেছি। কিন্তু যখন রেজাল্ট হলো, তখন এসে আমি পাস করলাম না কেন? কিছু জায়গাতে আমাকে ২৭টা ভোট দেখানো হয়েছে। সেখানে মশাল প্রতীক প্রার্থীকে (বিজয়ী প্রার্থীকে) দেখানো হয়েছে ৫০০ ভোট ৷ কিছু জায়গায় আমাকে দেখানো হয়েছে ২০টি তাকে দেখাছে ৩০০টি, সবকিছু মিলে আমার সন্দেহ হইছে। এ কারণে এখানে এসেছিলাম কাগজপত্র তুলতে। এই কাগজ নিয়ে আমি হাইকোর্টে রিট করবো। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!