Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | আমিরাবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাবুদের মতবিনিময়

আমিরাবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাবুদের মতবিনিময়

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অভিবক্ত সাতকানিয়ায় স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলনকারী, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদের সাথে এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ সোলেমান হাজির পাড়ায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালিন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী। হোমিও প্যাথিক চিকিৎসক এম খালেদ সাইফুদর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক এনাম, রাজনীতিবিদ ফরিদ আহমদ, এলাকার বাসিন্দা ফরিদ, মফিজ সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্বুরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানে অধ্যাপক রশিদ আহমদ, খাজা ডেকোরেশনের স্বত্বাধিকারী মোঃ আমিনুল হক মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সৈয়দ আবদুল মাবুদকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি একজন যোগ্য মানুষ, সৎ মানুষ।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ বলেন, আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে এদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। সাতকানিয়ায় স্বাধীনতার প্রথম পতাকা আমি উত্তোলন করেছিলাম। আমি শপথ নিয়ে বলতে পারি, সাদাকে সাদা বলব, কালোকে কালা বলবো। লোহাগাড়ার শান্তির জনপথ করতে চাই। মাদক মুক্ত লোহাগাড়া হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে মাদক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আধুনিক লোহাগাড়া গড়তে কাজ করবো।

তিনি আরও জানান, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক ভাবে সহযোগীতা করবো। সংবাদকর্মীদের জন্য সাংবাদিক কল্যাণ তহবিল করবো। আমি কারো বিষয়ে সমালোচনা করবো না, আমি আপনাদের ভালোাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা যদি সমর্থন দেন, তাহলে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই, আপনারা সমর্থন না দিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবো। দলের কোন প্রতীক নেই। বর্তমান সরকার একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ। আপনারা কেন্দ্র কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যাকে উপযুক্ত মনে করবেন,তাকে ভোট দিবেন। আমাকে ভোট দেওয়ার কথা বলবো না। সমাজকে আধুনিকায়ন করতে চাইলে, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। সমাজ লোভে পড়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে যদি ভাল লাগে, তাহলে আমাকে আপনার ভোটটি প্রয়োগ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!