ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতি সীরত মাহফিলের সমাপনী দিবসে মানুষের ঢল

চুনতি সীরত মাহফিলের সমাপনী দিবসে মানুষের ঢল

mde

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ঐতিহাসিক ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ)’র সামপনী দিবসে ধর্মপ্রাণ মুসলিম জনতার ঢল নেমেছে। আজ জুমার নামাজে লাখো মুসলমানের উপস্থিতি ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ১৩ একর বিশিষ্ট বিশাল সীরত মাঠ এখন পরিপূর্ণ হয়ে গেছে। এ বিশাল জনশ্রোতকে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেচ্ছাসেবকদের।

সমাপনী দিবসের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৯টায়। সকাল থেকে জুমা পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করেন গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক। তকরির পেশ করেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর আলহাজ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী।

বাদে জুমা শুরু হওয়া ২য় অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন সীতাকুন্ড কামিল মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ মাওলানা হোছাইন আহমদ। প্রকৃত আউলিয়া কিরামের পরিচয়, বানীয়ে সীরত হযরত শাহ ছাহেব কেবলার (রা: আ:) এর কারামতপূর্ণ জীবনের বিভিন্ন দিক নিয়ে তকরির পেশ করেন আলহাজ মাওলানা ক্বাজী নাছির উদ্দিন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাপনী অধিবেশনে তকরির পেশ করছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস আলহাজ্ব মাওলানা শাহে আলম। তাঁর পরে কয়েকজন আলেম তকরির পেশ করবেন। ফজরের নামাজের পূর্বে আখেরী মোনাজাতের মাধ্যমে ৪৮তম সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্ত হবে।

মাহফিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত ৪ হাজার সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আর পুলিশ সদস্য রয়েছে শতাধিক। তারা সকলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বলে জানালেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পুলিশ মাহফিল শুরু থেকে নিরাপত্তার দিকটা দেখছে। সমাপনী দিনে শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তাছাড়া মাহফিল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারিক করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!