Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের তিন দিন ব্যাপী আয়বর্ধনমুলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লোহাগাড়ায় পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের তিন দিন ব্যাপী আয়বর্ধনমুলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় সুফল ভোগীদের তিন দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

৬ মে সকালে লোহাগাড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায় এর আয়োজনে উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।

লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলের সভাপতিত্বে উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার শফিউল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা,লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর গণ ভবনের আশপাশ এলাকায় সবজি চাষ করে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। একজন নারী প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজেই সবজি চাষ ও মাছ চাষ করেছেন। বর্তমান সরকারের মিশন কোন অবাদি জায়গা খালি রাখা যাবেনা। প্রতিটি জায়গাতে সবজি চাষ এবং ধান ক্ষেত রোপন করতে হবে। সবজি চাষ করে, হাস-মুরগী লালন করে সবাইকে স্বাবলম্বী হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেন, বাজারে ফরমানিল মুক্ত শাক-সবজি চাষ বিক্রি করা হয়। তাই আপনারা প্রশিক্ষণ প্রার্থীরা নিজ এলাকায় শাক-সবজি চাষ করলে নিজেদের ঘরে ফরমালিন মুক্ত সবজি খেতে পারবেন। সবাইকে পেনশন স্কীমের আওতায় আসতে অনুরোধ জানান।

উল্লেখ্য, লোহাগাড়ার নয় ইউনিয়নের মোট ৪০জন সুফল ভোগীদের নিয়ে তিন দিন আয়বর্ধনমুলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ টানা তিন চলবে। এবার প্রশিক্ষণের বিষয় ছিল শাক-সবজি। প্রশিক্ষণ শেষে সবাইকে ঋণ বিতরণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!