ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | এসো হেমন্ত

এসো হেমন্ত

40422122_276150352993418_574231196125364224_n-1-1

______ফিরোজা সামাদ______

কাঁচা সোনা ধানে দোল দিয়ে যায় হেমন্তের হাওয়া,
শান্ত শীতল মৃদু সমীরণ শরীর মন ছুঁয়ে যাওয়া !!

শ্যামল সবুজ বাঙলা শুধু রঙ্গিন সাজে সাজায় ,
গঞ্জ গ্রাম শহর বন্দর ছেয়ে যায় মেলায় মেলায় !!

হেমন্ত এলেই কিষাণ কিষাণীর মনে জাগে কতো আশা,
তোমার জন্য সঞ্চিত থাকে তাই অফুরান ভালোবাসা !!

সোনালী রোদ বিলিয়ে দিবে বলে দিবাকর যখন ভাবে,
তাহারই আগে দোয়েল কোয়েল জেগে ওঠে কলরবে !!

ফিরলে হেমন্ত বাঙলা মায়ের প্রতিটি ঘরে ঘরে,
আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয় কিষাণ কিষাণীর অন্তরে !!

কর্মচঞ্চলা হয় কিষাণী সোনালী ধানের সোঁদা গন্ধে,
এ যেন এক নতুন বঁধূয়া কিষাণের মন ভরে আনন্দে !!

কার্তিক অঘ্রাণে নবান্নের উৎসবে মেতে ওঠে মন প্রাণ,
মাতাল সৌরভে ধন্য বসুন্ধরা ফুলেরা বিলায় ঘ্রাণ !!

মাঠে প্রান্তরে কতো মধুর সুরে রাখাল বাজায় বাঁশি,
নিশির ও শিশির ঝরিয়া পড়ে মাটি ভিজে অহর্নিশি !!

তোমার সমীরণে সুগন্ধি ছড়ায় হাস্নাহেনা ও রজনীগন্ধা,
গোধূলি লগ্ন হয়ে নেমে আসে বাঙলার গাঁয়ের সন্ধ্যা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!