ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | লামায় আম আকৃতির মুরগীর ডিম!

লামায় আম আকৃতির মুরগীর ডিম!

নিউজ ডেক্স : লামায় আম আকৃতির ডিম পেড়েছে এক মুরগী ! লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় বসবাসরত লামা প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত ৩ দিন যাবত হুবহু আম আকৃতির ডিম পাড়ছে।

আম আকৃতির এ ডিম দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভীড় করছেন। মুরগীর মালিক মোহাম্মদ মহসীন রেজা জানান, তার এক বছর বয়সী মুরগীটি ইতিপূর্বে স্বাভাবিক ডিম পাড়তো। গত দুই দিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। ডিমটি হুবহু আম আকৃতির।

এভাবে আজ শনিবারসহ একই আকৃতির তিনটি ডিম পেড়েছে মুরগীটি। ডিম গুলি তিনি সংরক্ষণ করছেন এবং বিষয়টি প্রাণী সম্পদ বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও তিনি জানান।

লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, মুরগীর বিকৃত আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারনে মুরগীসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝে মধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়।

স্থানীয় সাংবাদিক এম. বশিরুল আলম জানান, ডিম গুলি আমি হাতে নিয়ে দেখেছি। ডিমের এ অদ্ভুত আকৃতি দেখে একে প্রকৃতির বিচিত্র খেয়াল বলে মনে হয়েছে। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!