Home | দেশ-বিদেশের সংবাদ | ৬৩ বছরে আজাদী

৬৩ বছরে আজাদী

নিউজ ডেক্স : স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ৬৩ বছরে পদার্পণ করেছে। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদীর পথচলা শুরু হয়েছিল।

সুদীর্ঘ এ পথচলায় আজাদী সত্যনিষ্ঠা, সাহস ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। মানুষের অন্তরে জায়গা পাওয়া এই পত্রিকা ভবিষ্যতেও জনপ্রিয়তা নিয়ে থাকতে চায় মানুষের অন্তরে।

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ছিলেন এই অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। ৬২ বছর আগে এখানকার মাটি ও মানুষের কথা বলার জন্য তিনি প্রকাশ করেন আজাদী।

দৈনিক আজাদীর ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ আছর আজাদী মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আজাদীর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!