ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ড. নদভী এমপি’র ত্রাণ বিতরণ ও বৃক্ষমেলা উদ্বোধন

লোহাগাড়ায় ড. নদভী এমপি’র ত্রাণ বিতরণ ও বৃক্ষমেলা উদ্বোধন

News-01(1)

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উপজেলার জঙ্গল পদুয়া, ধলিবিলা, আধুনগর মছদিয়া, বড়হাতিয়া সেনেরহাটসহ বিভিন্ন স্থানে আজ ২৩ জুলাই মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস.এম ইউনুছ, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও সাতাকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলাে আওয়ামীলীগ নেতা এইচ এম গণি স¤্রাট, আবদুল জব্বার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুবলীগ নেতা বাদশা খালেদ, ফিরোজ কামাল, সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ শাহাদত হোসাইন শাহেদ, যুবলীগ নেতা ওবাইদুল হক ওবাইদু, মুরশেদুল আলম নিবিল, দেলোয়ার হোসেন বেলালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলা উদ্বোধন : লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ ২৩ জুলাই বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি স¤্রাট, এসএম আবদুল জব্বার, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান, ব্যবসায়ী মুহাম্মদ আবদুল মালেক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. নদভী এমপির প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!