Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় অপহৃত ইউপি মেম্বারের মুক্তিলাভ

লোহাগাড়ায় অপহৃত ইউপি মেম্বারের মুক্তিলাভ

129

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার অপহৃত আলহাজ্ব মোজাফফর আহমদ আজ ১৩ আগষ্ট সোমবার সকালে মুক্তিলাভ করেছে বলে জানান ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ। পাহাড়ি সন্ত্রাসীরা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ইউপি মেম্বার মোজাফফরকে ছেড়ে দেন বলে সাংবাদিকদের জানান তিনি। তবে মুক্তিপণ বাবদ কতো টাকার লেনদেন হয়েছে তা তিনি অবগত নন বলে জানান। তিনি আরো জানান, অপহৃত ইউপি মেম্বার মোজাফফর আহমদ অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে এসেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ইউপি মেম্বার মুক্তিলাভ করেছেন।

তবে সেনাবাহিনী দাবী করছেন, বান্দরবান সদর সেনাক্যাম্প, বলিপাড়া সেনাক্যাম্প, আলিকদম সেনাক্যাম্প ও বিজিবির যৌথ অভিযানে অনেকটা চাপের মুখে অপহরকারীরা মুক্তিপণ ছাড়াই ইউপি মেম্বার মোজাফফর আহমদকে পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড় লু লাইং এলাকায় ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে ২৫/৩০ জনের সশস্ত্র একদল পাহাড়ি যুবক শান্তিবাহিনী পরিচয় দিয়ে পুটিবিলা ইউনিয়নের পশ্চিম পহরচাঁন্দা মাঝর পাড়া এলাকার নিজ বসতঘর থেকে ইউপি মেম্বার মোজাফফর আহমদকে অপহরণ করে। পরে অপহরণকারীরা মেম্বারের বড় ছেলে প্রবাসী গোলাম রসুলের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

লোহাগাড়ায় ইউপি মেম্বারকে বসতঘর থেকে অপহরণ, মুক্তিপণ দাবী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!