কেমন কাটে আমায় ছাড়া
এখন তোমার দুপুরগুলো
কেমন কাটে?
সকাল, বিকেল, সন্ধ্যেগুলো
থমকে থাকে?
আমায় ছাড়া?
এখন আমার রাত্রিগুলো
তোমায় ডাকে,
সকাল, দুপুর, সন্ধ্যেগুলো
একলা থাকে,
তোমায় ছাড়া!

আজ থেকেই
কেবল শিউলিই নয়,
আজ থেকে এই দু হাতে আমি জীবন কুড়োবো।
কেবল কাঁচুলিই নয়,
আজ থেকে এই বুকে আমি শ্বেত -কবুতর জড়াবো।
কেবল কাজলেই নয়,
আজ থেকে এই নয়ন আমি স্বপ্নে ভরাবো।
কেবল কাঁটাতেই নয়,
আজ থেকে এই কুন্তল আমি নক্ষত্রে সাজাবো।
কেবল চকমকিতেই নয়,
আজ থেকে এই হৃদয়ে হৃদয় ঘষে আমি আগুন জ্বালাবো।
খুব করে চাই
খুব করে চাইছি,
আকাশে ভীষণ মেঘ জমুক আজ
মেঘের ফাঁকে রূপোলী বিদ্যুৎ চমকাক!
খুব করে চাইছি,
তুমুলধারায় বৃষ্টি নামুক আজ
বানের তোড়ে নদী-তট ডুবে যাক!
খুব করে চাইছি,
দৃষ্টিজলে বক্ষ ভাসুক আজ
নোনাজলে সব কষ্ট ভেসে যাক!
যে ক’বারই দৃষ্টি ভরেছে নোনাজলে
খুব করে চেয়েছি,
বৃষ্টি নামুক ধরাতলে!
মনের বৃষ্টির মতো করে
খানা-খন্দ যাক ভরে!
অঝরে ঝরুক জমা বৃষ্টি
আমার মতো করে,
ভিজুক প্রকৃতির দৃষ্টি!