Home | লোহাগাড়ার সংবাদ | আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে : জয়নুল আবেদীন বীরবিক্রম

আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে : জয়নুল আবেদীন বীরবিক্রম

26961777_2081236692095777_6221164905801871939_o

এলনিউজ২৪ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে, যাতে করে তারা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের জীবন গঠনের ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। হচ্ছে। আজ ২০ জানুয়ারী সকালে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষাবিদ মাষ্টার অলি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)।
26910767_2081241315428648_960731406029068961_o(1)
প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আজিজ ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুর-ই-আলম মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতা অধ্যাপক রেজাউল কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সহকারী প্রধান শিক্ষক একেএম আকতার কামাল চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ব্যাংকার মোজাহিদ কাইছার, আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার, নুরুল আলম জিকু, আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, মোঃ আরিফুর রহমান, ইউপি সদস্যা জেসমিন আকতার ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদুওয়ানুল হক সুজন প্রমুখ।
26951725_2081242718761841_7553669728180860250_o
অনুষ্টানে অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্টানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!