ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | আমি বুঝি না ভাবছ চান্দু ?

আমি বুঝি না ভাবছ চান্দু ?

384

শুভ্রা নীলাঞ্জনা : ইন্টার-কম এ ফোন আসছে আমি হ্যালো বললাম অপর প্রান্তে ,ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে চায়।

আমি বললাম কে? কোথা থেকে আসছে জিজ্ঞেস কর? সিকুরিটি গার্ড বলল ,উনার নাম হাবিবুর রহমান ব্রিটিশ কাউন্সিল থেকে আসছে।উপরে পাঠাইয়া দিব ? আমি বললাম চিনি না পাঠাইয়া দিবা মানে ? লোকটাকে দেও।

হ্যালো আপনার কি দরকার ?কার সাথে দেখা করতে আসছেন ? আমার নাম বলল। আমিই তো? কোন পারপাস এ? বলল ব্রিটিশ কাউন্সিল থেকে অনারেবল পারসনদের ইনভাইট করব আর দুইটা বই দিব।

বুঝলাম এতক্ষণে ।বললাম আমি তো অনারেবল না।ভুলে কেউ নাম দিছে। বই গুলি কি ফ্রি দিবেন? বলে না, আমি বললাম ঠিক আছে বইর দাম কত?

৭০০০ হাজার টাকা।শুনে তো আমার মাথা ঘুরাইয়া গেল।

বলে কি? আমি বললাম আমি অনারেবল না।কে জানি ফাজলামি করছে ব্রিটিশ কাউন্সিলের সাথে।সাত হাজার দিয়ে দুই টা বই কিনব আন্দাজি ।আমি যত বলি অনারাবেল না সে ততবার বলে ,লিস্ট এ আপনার নাম আছে। মর জ্বালা ,আমি বললাম ভাই আমার নামটা কাইটা দেন। সে নাছোড়বান্দা। আমি বললাম ভাই আমারে কি অনারেবল হওয়ার চেয়ে মাফ করা যায় না?

৭ হাজার দিয়ে বই কিনতে হইব! এই কথা শুনার পর আমি জীবনেও অনারেবল হইতে চাই না। কি সাংঘাতিক বাসায়ও শান্তি নাই।বিজনেস এর কত ধান্ধারে! এই সব বুঝি আমি বুঝি না ভাবছ চান্দু?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!