ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | সময়ের কবিতা

সময়ের কবিতা

486

______ফিরোজা সামাদ ______

দম্ভ ভরে পদচারণা করেছিলি একদিন
এই বাংলার মাটিতে,
করেছিলি নির্যাতন খুন বুদ্ধিজীবী আর
করেছ ক্ষতি নারীর ইজ্জতে !!
অনুতপ্ত হওনি কোনোদিন করোনি তো
কখনো ভুল স্বীকার,
তোরা তো ছিলি বিকৃত মানুষ তোদের
মানবতায় ছিলো বিকার !!
দানব হয়ে জন্ম নিয়েছিলি এই দেশে
বাঙলা মায়েরই কোলে ,
সেই মাকেই করলি ধর্ষণ ও অপমান
পাপিষ্ঠ তুই ছেলে !!
মা বোন পাড়া পড়শী দেশবাশী আজ
করছে তোদের ঘৃণা,
তোদের হাতে লেগে আছে রক্তের দাগ
কোনোদিন মুছবেনা !!
করলি খুন দমন পিরন এই দেশের শান্ত
সুবোধ ছেলেদের ,
কি দোষ ছিলো আমার বাংলা মায়ের
শান্ত শিষ্ট মেয়েদের !!
তাদেরই ইজ্জত নিয়ে করেছিস তোরা
কতোই না উল্লাস,
নিয়তি তোদের সাথে আজ তাই করছে
উপহাস পরিহাস !!
অনুশোচনা না করেই আবার দম্ভ ভরে
ধরলি মায়ের টুটি,
অহংকার করে বললি দিবো এবার এই
স্বাধীনতার ছুটি !!
দেশের খেলি দেশের পড়লি জন্মেছিলি
এই মাটির পরে ,
শত্রুতা করলি দেশের সাথেই কি হবে
তোদের পরপারে !!
উপরওয়ালা দেখছিলেন তোদের এই
দাম্ভিকতার খেলা,
তাহারই ইচ্ছায় আজকে তোদের সাঙ্গ
হলো ভবলীলা !!
হলো তোদের দর্প চূর্ণ হলো তো সত্যের
জয় জয়কার ,
তোরা ছিলি বাঙলা মায়ের কলংক ও
বাঙলার কুলাঙ্গার !!
তোরা আছিস আমার বাঙলা মায়ের
গলায় বিদ্ধ কাঁটা হয়ে,
একে একে উপড়ে ফেললে যাবেন যে
মা মুক্তি পেয়ে !!
অহংকারী দাম্ভিক ছিলি মুখে ছিলো
ঘৃণ্য অট্টহাসি,
দেখ না এবার তোদের গলায় পড়লো
গিয়ে ন্যায়ের ফাঁসি !!
বঙ্গ কন্যা দেশ নেত্রী করেছেন দেশকে
কলঙ্ক মুক্ত,
তাহাকে জানাই স্বশ্রদ্ধ ছালাম হয়েছেন
সফল ও দায়মুক্ত !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!