ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

লোহাগাড়ায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ইউনিয়নের নয়াবাজার ও নাফারটিলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে মেসার্স সমশু স্টোরের মালিক আবদুর রহিমকে ৩ হাজার টাকা, মেসার্স হামিদ স্টোরের মালিক মো. হামিদ হোসেনকে ১ হাজার টাকা, মেসার্স ছবুর এন্ড ব্রাদার্সের মালিক আবদুস ছবুরকে ৫ হাজার টাকা, আমিরাবাদ এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেনকে ৫ হাজার টাকা ও মেসার্স মন্নান স্টোরের মালিক আবদুল মন্নানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৫ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বাজারের সকল ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স করে প্রতিশ্রুত পণ্য ও গ্রাহককে যথাযথ সেবা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে লোহাগাড়া থানার এসআই মোমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!