Home | সাহিত্য পাতা | প্রেমিক – নগরী

প্রেমিক – নগরী

350

_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____

সারি সারি কাকের ডানায় চড়ে আসে
প্রিয়তম নগরীর ভোর,
ঠোঁটে করে নিয়ে আসে নতুন দিনের শব্দরাজি।
গোলাপি আকাশে টুপ করে ডুবে যায় ভোরের তারা
বাতাস কেটে কেটে উড়ে যায় সুখি কোন পাখি।
নীরবতার দেয়াল তুলে ভৈরবী মগ্নতায়
যে যার মত করে সৃষ্টিকর্তার ঘুম ভাঙাতে ব্যস্ত।
ভোরের ঝিরঝির হাওয়া আলগোছে
সোনালি আলো নিয়ে আসে ঘরে
ঠাণ্ডা, সুরভিমাখা, আকুলতায় ভরা
বনবীথি পেরিয়ে আসে ভোরের বাতাস।
হৃদয়- যমুনার প্রবল বাণে ভেসে যায় শাস্ত্রবেদসমূহ
ভরা বরষায় মন পাড়ি দিতে চায় প্রেমময় কর্ণফুলী।
কমলা সূর্যটা গড়িয়ে পশ্চিমে হেলে পড়তেই
ধূসর আকাশে এঁকেবেঁকে ঢেউ তুলে উড়ে যায়
ঝাঁকে ঝাঁকে নীড়মুখো পাখি।
রুপোলী যুবতী চাঁদ সমস্ত আকাশ চরে বেড়ায়
মধুমালতীর ঘ্রাণ মেখে প্রেমিক নগরে রাত নামে।
অমোচনীয় দাগ ফেলে যাওয়া স্মৃতিরা কড়া নাড়ে
প্রিয়তম নগরীর পরতে পরতে চরণচিহ্ন পড়ে থাকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!