ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | দ্বিতীয়বার দেয়া যাবে না চবি ভর্তি পরীক্ষা

দ্বিতীয়বার দেয়া যাবে না চবি ভর্তি পরীক্ষা

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) অংশগ্রহনের সুযোগ থাকছে না। শুধু ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা বারোটা থেকে বিকাল সাড়ে তিবটা পর্যন্ত চবি ভর্তি পরীক্ষা নিয়ে সকল অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ডিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিনরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে না। শুধু ২০১৯ সালের এসএসসি ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

চবি একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, “ডিনরা সেকেন্ড টাইমের পক্ষে ছিলেন না৷ এজন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না৷ তবে পরীক্ষা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে এটি।”

চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। চবি উপাচার্যও দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন কিন্তু ডিনরা দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার ব্যাপারে মত দেননি৷ -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!