নিউজ ডেক্স : সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জুলাই দিনব্যাপী অভিযান চালিয়ে তারেদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন।
তিনি আরো জানান, বিশেষ অভিযানে সাতকানিয়া থানা পুলিশ জিআর গ্রেফতারী পরোয়ানার ১১ জন, সিআর গ্রেফতারী পরোয়ানার ১৪ জন, ৩টি মাদক মামলায় ১৮৭ পিস ইয়বাবসহ ৪ জন এবং ১টি হত্যা মামলায় ১ জনসহ ৩০ আসামীকে গ্রেফতার করেছে। তাদেরকে আজ ১১ জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হল মোঃ ইমরান চৌধুরী (৪০), মোঃ শওকত হোসেন শেখ (৩৫), মোঃ শহিদুল ইসলাম (৩৪), মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ ফারুক আহমদ (৩৪), মোঃ ওসমান গনি (৪৭), মোঃ নুরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস (৩৮), মোঃ ফেরদৌস আলম (৩০), মোঃ আরিফ (২৭), মোঃ রহমত উল্যাহ (২৮), মোঃ আনোয়ার হোসেন (৪৪), ওবাইদুল (১৯), জিয়াবুল হক (৫৩), আবু সৈয়দ (৪২), আলমগীর (৪৫), রেজাউল করিম (৪৭), মোঃ হানিফ (৩৫), স্বপন বড়ুয়া (৪০) আব্দুল গফুর (৩৫), পারভিন আক্তার (৫০), আবুল কাশেম (৪০), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মাইন উদ্দিন হাসান (২২) ও মোঃ ইলিয়াছ (৪২)।