Home | দেশ-বিদেশের সংবাদ | বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার 

বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার 

নিউজ ডেক্স : বেশ কিছুদিন ধরে দ্রব্যমূল্যর লাগামহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষ। বিশেষ করে সয়াবিন তেলের মূল্যে দামে আগুন অবস্থার কারণে অনেক জায়গায় কৃতিম সংকট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষজন।

এ অবস্থায় অবনব পন্থায় প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি। শনিবার (১২ মার্চ) উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে চমকপ্রদ এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভলাকূট গ্রামে সেনা সদস্য মোস্তফা আলম সোহাগের বউভাত অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে আগত অতিথিরা নবদম্পতির জন্য বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন। অতিথিদের মধ্যে নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা নবদম্পতিকে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেন।

সয়াবিন তেল উপহার দেওয়ার বিষয়ে বদিউল আশরাফ মৃধা বলেন, যে হারে সয়াবিন তেলের দাম বাড়ছে, তাতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেজন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটাই আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এদিকে, সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই নিয়েছে বরপক্ষ।  

বরের বড়ভাই সোহরাব শান্ত বলেন, সয়াবিন তেল উপহারের বিষয়টি খুব চমকপ্রদ হয়েছে। অনুষ্ঠানে এই উপহার ভিন্ন মাত্রা যোগ করেছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!