লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র দ্বিবার্ষিক সম্মেলন ১৮ মার্চ উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ লোহাগাড়া সিটি হাসপাতাল লিঃ মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

একই সময় গোপন ব্যালটের মাধ্যমে দ্বিবার্ষিক নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনার জন্য হাসপাতালের এমডি আলহাজ্ব ছরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও আমিরাবাদ সুখছুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহসহ ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
নির্বাচন চলাকালে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলেকে যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলন ও নির্বাচনকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। বিজ্ঞপ্তি।