ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সপ্তাহে ৩ দিন ছুটির কথা ভাবছে সৌদি আরব

সপ্তাহে ৩ দিন ছুটির কথা ভাবছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেক্স : সপ্তাহে তিন দিন ছুটি রাখার কথা ভাবছে সৌদি আরব। গেল বছর সংযুক্ত আরব আমিরাত এটি বাস্তবায়ন করে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। খবর গালফ নিউজ।  

স্থানীয় গণমাধ্যম বলছে, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টুইট করে বলেছে, বর্তমান কাজের ব্যবস্থা বিবেচনা করে তারা সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করার সম্ভাবনার বিষয়ে ভাবছে।

প্রতিবেদন অনুযায়ী গতকাল রোববার এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রমব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রমব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত ২০২২ সালের ১ জানুয়ারি থেকে নতুনভাবে কর্মদিবসের হিসাব শুরু করে। শুক্রবার কর্মসময় দুপুর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!