এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত শিশুর মৃত্যু হয়েছে। গত ১২ মে রবিবার রাত ৮টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ এক বেসরকারী হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু নাইমুল ইসলাম তামিম (৫) লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাটের দক্ষিণে আশুর বর বাড়ির কুয়েত প্রবাসী গিয়াস উদ্দিনের পুত্র।

স্থানীয় মোস্তফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিশুটি মায়ের সাথে হাসপাতালে এসেছিল। মহাসড়ক পার হবার সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরতর আহত হয়। শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাসেবা দেয় হয়। রাতেই আশংকাজনক অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত ১২টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দূর্ঘটনার পর মোটর সাইকেল চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাঈনুদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।