
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ আবদুল করিম (২৫) নামে এক ম্যজিক গাড়ির যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালীর নুরুল হকের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুনতী পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তিনি জানান, বুধবার সকালে গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।