এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় রাতের আঁধারে দোকান ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পেঠান শাহ মাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। পরদিন সকালে এই ঘটনায় একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নয়া পাড়া এলাকার ইব্রাহিমের মেয়ে ভূক্তভোগী মনতাহা বেগম (৪৫) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে ভূক্তভোগী তার জায়গায় টিন ও গাছ দিয়ে দুই কক্ষ বিশিষ্ট দোকানঘর নির্মাণ করেন। তখন থেকে একই ওয়ার্ডের জনৈক মো. সোলামান শাহ ওই দোকানদ্বয় ভাংচুর করবে বলে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার দিনগত গভীর রাতে অভিযুক্তের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দোকানদ্বয় ভাংচুর করে চলে যায়। এই সময় ভয়ভীতি প্রদর্শনের জন্য দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
অভিযুক্ত মো. সোলামান শাহ জানান, দোকানদ্বয় কে বা কারা ভাংচুর করেছে তিনি জানেন না। মূলত: তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগকারীর সাথে অন্য আরেকজনের জায়গা নিয়ে বিরোধ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।