এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজির রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
অপরদিকে, একইদিন জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের পাশে অসমান অংশে পড়ে মোটরসাইকেল আরোহী ও বাসের ধাক্কায় বন্যপ্রাণী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী বোরহান উদ্দিন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে কক্সবাজারমুখি যাবার পথে চুনতি এলাকায় তিনটি দূর্ঘটনা দেখেছেন। এরমধ্যে রয়েছে হাজি রাস্তার মাথা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুই কাভার্ডভ্যান। জাঙ্গালিয়া এলাকা চট্টগ্রামুখি কাভার্ডভ্যান চাপা দেয়ার চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী মহাসড়কের পাশে অসমান অংশে পড়ে যায়। এতে সে সামান্য আহত হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এছাড়া একই এলাকায় একটি বন্য বানর মহাসড়ক পার হয়ে অপরপাশের বনে ঢুকার সময় চট্টগ্রামমুখি দ্রুতগতির বাসের সাথে ধাক্কা লাগে। এতে বানরটি আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল। স্থানীয়রা বানরটির মাথায় পানি দিয়ে হাত বুলিয়ে দিলে উঠে দাঁড়ায়। এক পর্যায়ে বানরটি দৌঁড় দিয়ে বনে ঢুকে পড়ে।
স্থানীয়রা ধারণা করছেন, লবনবাহী গাড়ি থেকে প্রতিদিন নি:সৃত পানি মহাসড়কে পড়ে। এতে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। যার ফলে চালকরা প্রতিনিয়ত নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।