Home | ব্রেকিং নিউজ | মাদ্রাসা শিক্ষার্থীরাও এইচপিভি টিকাদানে অন্তর্ভুক্ত

মাদ্রাসা শিক্ষার্থীরাও এইচপিভি টিকাদানে অন্তর্ভুক্ত

এলনিউজ২৪ডটকম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ‘এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ কার্যক্রমে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদেরকে (বয়স ১০-১৪ বছর) এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহণের ফলে আগামীতে ছাত্রীরা জরায়ুমুখ ক্যান্সার থেকে নিরাপদ থাকবে।

আজ ৫ নভেম্বর দুপুরে টিকাদান কেন্দ্র ‘আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা’ পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ ও ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান,চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদ।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালিদ জমিল, উপাধ্যক্ষ উসমান গণি, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, শিক্ষক রুহুল কাদের, মাওলানা মুহাম্মদ শাহাজাহান, এসএমও ম্যালেরিয়া ডাক্তার মোহাম্মদ আবুল কালাম এবং টিকাদান কর্মসূচিতে ছিলেন প্রথম সারির সুপার ভাইজার দিদুল সিকদার, এমটিইপিআই মোহাম্মদ আলি, স্বাস্থ্য সহকারী প্রান্ত বড়ুয়া, স্বাস্থ পরিদর্শক স্নিগ্ধা পাল, রত্না বড়ুয়া ও পরিবার কল্যাণ সহকারি ইয়াসমিন সুলতানা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ বলেন, ছাত্রীদের জীবনের জন্য এইচপিভি টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরায়ুমুখ ক্যান্সার থেকে তারা নিরাপদ থাকবে। সুস্বাস্থ্য সম্পর্কে পিতা-মাতা ও শিক্ষকদেরকে সচেতন হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী মানুষ পরিবার ও দেশের সম্পদ। স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানানো দরকার সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!