
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিটের কোরবানিয়া ঘোনা এলাকায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত একটি পাকাঘর উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, বনবিভাগের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মাণ করছিল একটি মহল। খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত পাকা ঘর ভেঙ্গে জবরদখল মুক্ত করা হয়েছে। এছাড়া আইনের প্রতি শ্রদ্ধা রেখে বনবিভাগের জায়গা জবরদখল ও ঘরবাড়ি নির্মাণ থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

অভিযানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।