Home | সাহিত্য পাতা | প্রকৃতির প্রেম

প্রকৃতির প্রেম

40422122_276150352993418_574231196125364224_n

______ফিরোজা সামাদ______

অাকাশ হলো নিকষ কালো
মেঘেরা গর্জে বিজলি চমকে
পাহাড় কাঁদলো ঝড়ও এলো
গাছেরা লুটায় মাটির বুকে !!

ঘূর্ণিঝড় পাঠায় ধমকা হাওয়া
ঝমঝম বৃষ্টি ফোঁটায় ফোঁটায়,
সরোবর কাঁপায় ঢেউ হয়ে যায়
বৃষ্টির কান্না মাটি চুমে নেয় !!

পাখিরা ফিরে যায় তার নীড়ে
ঝড়ো হাওয়ায় ফিরিয়ে দেয়,
ব্যর্থতার দায় তবু যায় ফিরে
কারোর বারান্দায় অাশ্রয় নেয় !!

পালক ভিজছে থরথর কাঁপছে
ঝড় থেমে যায় বৃষ্টি ক্লান্ত হায়,
পালক ঝারছে নীড়ে ফিরে যাচ্ছে
অামার দু’নয়ন শুধু চেয়ে রয় !!

ইচ্ছে করে রাখি বুকে ধরে
কিন্তু ;
ওরা যেনো স্বাধীন চেতনায়,
বাঁচে ওরা ভালোবাসার বন্ধণে
মানুষ হেরে যায় ওদের জেতায় !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!