______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
জানতে চাই,
আমার ঠিক কী কী
তোমার মনে পড়ে?
দীঘল জোড়া-ভুরু
কপোলের লাল
অধরের তিল!
নাকি,
আঁচল-ঢাকা বুক
পাড়-ছোঁয়া গোড়ালি
আঁটো নিতম্বের বাঁক?
আসলে পরিস্কার হতে চাই
যৌবনের নির্দোষ না
দোষী চিহ্নগুলো
তোমাকে বেশি উদ্বেলিত করে ?
