Home | দেশ-বিদেশের সংবাদ | ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

bandarban-20190912092410

নিউজ ডেক্স : বান্দরবানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডমাচিং মারমা বেবী (৩২)। তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় সাংবাদিক ও নিহতের স্বজন শৈ হ্লা চিং মারমা জানান, ১০ সেপ্টেম্বর রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পরীক্ষায় ডেমেচিংয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আজই (বৃহস্পতিবার) বেবীর মরদেহ চট্টগ্রাম থেকে রুমায় নিজ বাড়িতে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!