ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চন্দনাইশে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চন্দনাইশে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেক্স : চন্দনাইশে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির বেশ কয়েকজন সদস্য। মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।  

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সদ্য গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে পদপ্রাপ্ত নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলেও কেউই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোথাও চিকিৎসা নেননি। তাই আহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!