
(ফাইল ছবি)
নিউজ ডেক্স : কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গোসল করতে নেমে শুক্রবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় আলম নামের সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ আলম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার জসীম উদ্দিনের পুত্র।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের অপারেটর মো. হুমায়ুন কর্ণফুলী নদীতে শিশু নিখোঁজের বিষটি নিশ্চিত করেছেন।

মোঃ হুমায়ুন বলেন, অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলম। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
তিনি বলেন, শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার (১২ মে) সকাল থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে বলে জানান তিনি।