ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

সাতকানিয়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

vata

নিউজ ডেক্স : সাতকানিয়ায় বনাঞ্চলের কাঠ পুড়ানোর দায়ে এক ইটভাটা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৫ টন কাঠ জব্দ করে প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ দরদাতাকে ১০ হাজার ১০০ টাকায় দেয়া হয়েছে। অভিযানে পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গ্যা।

জানা যায়, ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার দক্ষিণ ঢেমশা নাপিতের চর এলাকায় স্থাপীত ফাইভ বিএম নামের ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত ভাটায় অবৈধভাবে বনের কাট পুড়ানোর দায়ে ব্রিক ফিল্ডের মালিক মোঃ জাকারিয়াকে ইটভাটা ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন)  ২০১৩ এর ১৬ ধারার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন  থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম, পেশকার প্রভাল দে ও ভূমি অফিসের স্টাফ মোঃ তৌহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!