ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | মায়ার মোহ ত্যাগ

মায়ার মোহ ত্যাগ

D

____দাউদুল ইসলাম____

মায়ার মোহ ত্যাগ
আর কখনো ছায়াও চাইবো না দীর্ঘ পথের কান্তে,
ছায়ার মায়া বেঁধে রাখে গণ্ডির বৃত্তে; দাহিকার নৃত্যে
আমাকে যুক্ত করো না
শিখা হতে চাইনা আমি; চাইছি পূর্ণভার বহ্নি হতে!
নীলাভ জোছনা স্নানে সিক্ত হতে চাইনা, এবং কি-
ভরা পূর্ণিমার উদ্যানে মহামায়ায় জড়ানো হাসনাহেনার ঘ্রাণ;
আমি চাই অনির্বাণ তূর্য, চাঁদ হাসানো আড়ালের সূর্য!
কি করে তৃপ্ত হই স্ফুলিঙ্গের স্ফুটনে-
যেখানে চেয়েছি গনগনে আগুন, বিস্ফোরিত আগ্নেয়গিরি, সমগ্র ঐশ্বর্য…
ত্যাগ; কুয়াশা ঢাকা প্রভাতের মহামায়া , ঝরা সিউলির ভালবাসা
ত্যাগ- মহিমাময় ঊষার মায়াঘোর… জাগতিক কু-আশা!
যেখানে বৃষ্টি নয়, দৃষ্টি কেড়ে নেয় বৃষ্টির শেষ বিন্দু ফোটা
আমি সেই অরবিন্দ সৃষ্টি… সেই শাশ্বত বিন্দু- সিন্ধুর ধরিত্রী…
সুতরাং…
মুছে দাও ধূলির প্রলেপ, খুলে দাও মায়ার বাঁধন-
রঙের প্রলোভন;
তৃষ্ণার আগলে পুড়ুক তৃষ্ণার্তরা… সময় এলে হবো ধারাবর্ষণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!