ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | সুখ-দুঃখ

সুখ-দুঃখ

424

___মোহাম্মদ মাজহারুল ইসলাম খান___

সুখ কিনতে গিয়েছিলাম
বেচলোনা তা কেউ,
সুখ সাগরে জাগছে নাকি
আকাশ সমান ঢেউ!
সেখান হতে সুখকে আনে
সাধ্য বলো কার,
সওদাগর তাই খালি হাতে
ফিরছে যে বার বার!
শহর-হাট-গঞ্জে কোথাও
মিলল নাতো সুখ,
তাইতো ভীষণ ফাঁকা ফাঁকা
লাগছে আমার বুক!

হঠাৎ দেখি কোন খানেই
দুঃখের অভাব নাই,
না চাহিতেই পাহাড় সমান
পেয়ে গেলাম তাই!
দুঃখ কিনতে আমার কোন
লাগল নাতো দাম,
একটা শুধু শর্ত ছিলো
দুঃখী হবে নাম!
নিলাম মেনে – সর্ব জনে
দিয়ে গেল দুঃখ,
দুঃখে দুঃখে গেল ভরে
আমার শূণ্য বুক!
এখন আমি মহা দুঃখী
কোন অভাব নাই,
কাহার এমন সাধ্য বলো
আমাকে কাঁদায়!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!