এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হুজ্জাত টেলিকম নামে এক মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে (সিসিটিভি ক্যামেরার সর্বশেষ নোটিফিকেশন মতে) উপজেলা সদর বটতলী স্টেশনের এম ওয়াই শপিং সেন্টারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানির নাম আজম খান (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আশকর আলী পাড়ার আব্দুল মন্নানের পুত্র। এই ঘটনায় একইদিন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে এসে দেখতে পান দোকানে গ্রীলের ছিটকিনি ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখতে পান দোকানে সব মালামাল এলোমেলো অবস্থায়। চোরের দোকানে রক্ষিত নগদ টাকা, ৫৩টি মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।