Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম মেডিক্যালে আরও ৯ রোহিঙ্গা ভর্তি

চট্টগ্রাম মেডিক্যালে আরও ৯ রোহিঙ্গা ভর্তি

143303CMC_Kalerkantho_pic

নিউজ ডেক্স : উন্নত চিকিৎসার জন্য আরও ৯ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন মো. হামিদ হোসেন (৪০), মো. তাহের (১৯), আবুল কালাম (৩৫), মোছাম্মৎ আদিজা (১১), ফাতেমা (১৫), বশির উল্লাহ (২৪), মঞ্জুর রহমান (২৫), করিম উল্লাহ (৪৬) ও শামসুল আলম (৩৫)।

এ ব্যাপারে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই ৯ জনকে হাসপাতালে আনা হয়।

তিনি আরো জানান, তাদের মধ্যে শামসুল আলম টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন।

এএসআই আলাউদ্দিন বলেন, আহতদের মধ্যে আটজন টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। গত ১৭ দিনে মোট ৮৬ জন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। আহত অবস্থায় হাসপাতালে আসার পর গত ২৬ আগস্ট একজন এবং একজন ৩০ আগস্ট আরেকজন মারা যান। -কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!