ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ফের লকডাউনে মালয়েশিয়া

ফের লকডাউনে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেক্স : মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে সমস্ত সেক্টরকে কাজ করার অনুমতি দেয়া হবে না।

শুক্রবার (২৮ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে ১৪ দিনের পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

jagonews24

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২,৫৫২ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন, ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন, ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!