Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় আনন্দ মিছিলে গিয়ে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু

লোহাগাড়ায় আনন্দ মিছিলে গিয়ে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আনন্দ মিছিলে গিয়ে ঢলে পড়ে আবদুল কাইয়ুম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনের জাকোয়াবির পাড়া এলাকায় মহাসড়কে তিনি ঢলে পড়েন।

আবদুল কাইয়ুব উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অপর সদস্য আবুল হাসেম জানান, আওয়ামী লীগ সরকার পতনের খবর শুনে আমরা একত্রিত হয়ে উপজেলা সদর বটতলী স্টেশনে আনন্দ মিছিল করছিলাম। মিছিলে আবদুল কাইয়ুম তার পাশেই ছিলেন। মিছিল চলাকালীন সময় তিনি হঠাৎ ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী এক বেসরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বাড়িতে আবদুল কাইয়ুমের মরদেহ দেখতে যান। এই সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সান্তনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!