ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, তবুও সড়কে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, তবুও সড়কে শিক্ষার্থীদের অবস্থান

Student20180802130047

নিউজ ডেক্স : সারা দেশের মতো চট্টগ্রামেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হলেও নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা সড়কে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ’ ছাত্র মিছিল করে রাস্তায় নেমে আসে। এ সময় তারা বেশ কিছু সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স দেখার জন্য চালকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় সড়কে গাড়ি চলাচল একেবারে কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে দেখা যায়। বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে। নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। ছবি: সোহেল সরওয়ার আন্দোলনরত একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির ডকুমেন্ট ঠিক না থাকে, ফিটনেস না থাকে তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিনি জানান, বুধবারের বিক্ষোভে স্কুলের শিক্ষার্থী বেশি থাকলেও বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীরাই অংশ নিচ্ছে বেশি। নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা আছেন এ আন্দোলনে। দামপাড়া পুলিশ লাইন্সের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: সোহেল সরওয়ারআরেকজন ছাত্র বলেন, ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু আমরা তো জানি না। সকালে স্কুলে এসে দেখলাম বন্ধ। এটা কেমন কথা। স্কুল কর্তৃপক্ষ আমাদের অভিভাবকদের মোবাইল ফোনে এসএমএস দিতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!