ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | তুমিই আমার রব

তুমিই আমার রব

02

______সৈয়দা সুফিয়া খাতুন______

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান
সবাই আমার এক আল্লাহর সৃষ্টি।
তবে কেন ? কেন এত হানাহানি ?

দাও গো শক্তি, কর গো দয়া
কুল জাহানের মানব জাতিরে।
তোমাকে পাওয়ার সাধনায় যেন
মগ্ন থাকি; মগ্ন থাকি নিরন্তর।
আমরা যেন হারিয়ে না যায়
তোমার দয়ার ছাড়া হতে।

দুনিয়ার মোহে পড়ে ভুলেছি তোমায়
ফেরাও প্রভু আমায় তোমার পথে
ফেরাও সারা জাহানের মানব জাতিকে
সবই তো তোমারই সৃষ্টি হে প্রভু মহান।

এক আদম হতে জন্ম হলো
লাখো-কোটি মানবজাতি।
ছিলাম যখন রূহ জগতে
তখন বলেছিলাম তুমিই আমার রব।
এখন কেন ডাকি আমি অন্যসব ?
মানি না কেন তোমার দেয়া ঐশি বাণী
এত কিছু বুঝি আমি, আসল-নকল বুঝি না
বুঝার শক্তি দাও গো প্রভু মহান।

জানি গো প্রভু তোমার দয়া সীমাহীন
ক্ষমা কর ওগো দয়াময়
নিরাশ আমায় করো না
নিরাশ আমি হবো না।
রহম করো ওগো করিম
রহিম ও রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!