Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

লোহাগাড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

এলনিউজ২৪ডটকম : দেশে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় এক কৃষকের ৩৪ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় এক কৃষকের ধান কেটে দেন তারা।

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রীগের যুগ্ম আহবাক মো. সাজ্জাদ, সদস্য মহিউদ্দিন, জয়নাল আবেদীন মাসুক, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা দুর্জয়, মো. ফরমান, সাইফুল ইসলাম ও মো. কায়সার প্রমুখ।

কৃষক আবছার উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। বেড়ে গেছে শ্রমিকের মজুরী। এদিকে জমিতে ধানও কাটার উপযোগী হয়ে গেছে। অতিরিক্ত খরচ বহন করার সক্ষমতাও নেই তার। এ সময় এলাকার ছাত্রলীগ নেতৃবৃন্দ তার ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন। এজন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ছাত্রলীগ নেতা ফয়সাল মোহাম্মদ ওরহান জানান, কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্দেশনা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরামর্শ মোতাবেক বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক সেল গঠন করি। আমাদের হটলাইনে অসহায় কৃষকের ফোন পাওয়ার সাথে সাথে আমরা জমি থেকে ধান কেটে ঘরে তুলে দেব। ‘হ্যালো ছাত্রলীগ’ বললেই আমরা কৃষকের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদিকে, ছাত্রলীগের এমন কর্মকান্ড দেখে এলাকাবাসী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!