নিউজ ডেক্স : এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে কয়েকটি জেলা থেকে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)
তিনি জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার খবর গণমাধ্যমে আসার পর গোয়েন্দা তৎপরতা শুরু হয়। এরই প্রেক্ষিতে কয়েকটি জেলা থেকে জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।