Home | ব্রেকিং নিউজ | ঈদের তৃতীয় দিনেও জাঙ্গালিয়ায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ঈদের তৃতীয় দিনেও জাঙ্গালিয়ায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঈদের তৃতীয় দিনেও বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দূঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ৭ জন ঘটনাস্থলে মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় বাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাসটি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতর থেকে এক বাচ্চাসহ ৪ নারী ও ৩ পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঈদের দিন সকালে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। পরদিন ১০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণ হারিয়ে কক্সাবাজারমুখি দুইটি মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!