ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | স্বর্ণের দাম বাড়লো

স্বর্ণের দাম বাড়লো

gold_47496_1495125865

নিউজ ডেক্স : দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সর্বনিম্ন ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বাজুস জানায়, বর্ধিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম পড়বে ৪৯ হাজার ৩৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৭ হাজার ১২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৮৭২ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৬৬০ টাকা। তবে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা রয়েছে।

দেশের স্বর্ণের দোকানগুলোতে রোববার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের মানের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৪৭ হাজার ৯৩৯ টাকা। ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। তাই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও দাম বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!