ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দুই সমকামীকে ফাঁসিতে ঝোলালো ইরান

দুই সমকামীকে ফাঁসিতে ঝোলালো ইরান

আন্তর্জাতিক ডেক্স : দুই সমকামী পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তারা ছয় বছর ধরে কারাগারে বন্দি ছিলেন।সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।  

ইরানে সমকামিতা অবৈধ। আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রোববার মানবাধিকার সংগঠনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তির নাম মেহেরদাদ করিমপুর ও ফরিদ মোহাম্মদী।

তাদের বিরুদ্ধে জোরপূর্বক সমকামিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাঘেহের একটি কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

গত জুলাই মাসে মারাঘেহ কারাগারে একই অভিযোগে আরও দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সংগঠনটি। এতে আরও বলা হয়, গত বছর ইরান ২৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের মধ্যে চারজন শিশু হিসেবে সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়া ২০২১ সালে ইরান ৮৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

গত অক্টোবরে ইরানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্তকারী জাভিদ রেহমান জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিকে বলেন, ইরান ‘উদ্বেগজনক হারে’ মৃত্যুদণ্ড কার্যকর করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!