ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির সন্ধান মিলছে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির সন্ধান মিলছে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

160734shahriar2_pic

নিউজ ডেক্স : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর দুই বাংলাদেশি আনঅ্যাকাউন্টেড (হদিস মিলছে না) বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ রবিবার সকালে কলম্বো ও এর আশপাশে ওই বোমা হামলার পর দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছে। যে কোনো বাংলাদেশি সহযোগিতার প্রয়োজন হলে (হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার সঙ্গে +৯৪৭১২৪০৬৩১৩ নম্বরে) যোগাযোগ করতে পারেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা তার জন্য প্রস্তুত।

প্রতিনমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনাটির পর এখন পর্যন্ত দু’জন বাংলাদেশি আনঅ্যাকাউন্টেড। এক্ষেত্রে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শাহরিয়ার আলম বলেন, আমরা জেনেছি একটি পরিবারের চারজনের মধ্যে দু’জন ‘রিপোর্টেড’ (তারা অক্ষত আছেন)। বাকি দু’জনের একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ‘আনঅ্যাকাউন্টেড’। তবে তাদের নাম-পরিচয় এখনো কিছুই জানা যায়নি। আমরা আশা করছি তাদের কোনো হোটেল বা হাসপাতালে রাখা হয়েছে। আমরা জানতে পারলেই জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!