ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরবিক্রম জয়নুল আবেদীন’র দাফন সম্পন্ন

লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরবিক্রম জয়নুল আবেদীন’র দাফন সম্পন্ন

জানাজা পূর্বে বক্তব্য রাখছেন মরহুমের বড় ভাই ইসমাইল মানিক

জানাজা পূর্বে বক্তব্য রাখছেন মরহুমের বড় ভাই ইসমাইল মানিক

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় চুনতি সীরত মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তাঁকে চুনতির সিকদার পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও মোনাজাত করা হয়। এর আগে দুপুর ১টা ৫১ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চুনতিতে আনা হয় তাঁর মরদেহ।

নামাজে জানাজায় ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেছ আলহাজ্ব মাওলানা শাহে আলম। জানাজা পূর্বে বক্তব্য রাখেন মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী ও মরহুমের বড় ভাই ইসমাইল মানিক।

জানাজায় অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, সাইমুন ছরওয়ার কমল এমপি, আলহাজ্ব জাফর আলম এমপি, চট্টগ্রাম জেলা প্রসাশক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম.এ. সালাম, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ. মোতালেব সিআইপি, ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, সাতকানিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ জোবায়ের, স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আ.ম.ম. মিনহাজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, কক্সবাজার জোনের রামু ও চকরিয়া ফাঁসিয়াখালী ক্যান্টরমেন্টের উর্ধতন কর্মকর্তাসহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!